হোম > রাজনীতি

শ্রদ্ধা জানাতে গিয়ে আ.লীগের আটক ৮

প্রতীকী ছবি

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দলটির আট নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে নোয়াখালীতে গত রোববার মধ্যরাতে ঝটিকা মিছিল ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়ও ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। আমাদের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে নেতা-কর্মীরা পকেট থেকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা স্টিকার বের করে একটি ফুলের তোড়ায় বসিয়ে দেন। শ্রদ্ধা নিবেদন শেষে তোড়া থেকে তাঁরা আবার স্টিকারটি তুলে নিয়ে যান। ঢাকার ধামরাই উপজেলা শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আরেকটি ফুলের তোড়া নিয়ে আরও কিছু ব্যক্তি শ্রদ্ধাঞ্জলি দেন। সেখানে ‘মহান বিজয় দিবস, শ্রদ্ধাঞ্জলি, শেখ হাসিনা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ছিল বলে জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কারও নাম-পরিচয় জানাননি।

এ ছাড়া নোয়াখালী জেলা শহর মাইজদী, সোনাইমুড়ী, বেগমগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনটি।

অপরদিকে বিজয় দিবসে ছাত্রলীগের মিছিল ও দেয়াল লিখনের প্রতিবাদে জামালপুর শহরে সড়ক অবরোধ করে মিছিল হয়েছে।

মির্জা ফখরুলের ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি