হোম > রাজনীতি

৪ মহানগর ও ৬ জেলার কমিটি ঘোষণা করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর উত্তরসহ চার মহানগর এবং ছয় জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে বিগত কমিটির সদস্যসচিব আমিনুল হককে। সদস্যসচিব করা হয়েছে মোস্তফা জামানকে।

আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দপ্তর)। এর আগে ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সেই কমিটির আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম নিরব এবং সদস্যসচিব ছিলেন আমিনুল হক।

এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্যসচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্যসচিব করে ৪২ সদস্যের বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭০ সদস্যের সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ফয়জুর রহমান ময়ুনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম সিরাজকে সদস্যসচিব করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কুতুব উদ্দীন আহমেদকে আহ্বায়ক এবং জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক এবং আলমগীর মাহমুদ আলমকে যুগ্ম আহ্বায়ক ও রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্যসচিব করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। হযরত আলীকে আহ্বায়ক, আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্যসচিব করে শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন