হোম > রাজনীতি

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিনকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ শনিবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে আজকের পত্রিকার কাছে নিশ্চিত করেছেন নূহ-উল-আলম লেনিন। তিনি বলেন, আজকে (শনিবার) সন্ধ্যায় আমাকে চিঠি পাঠানো হয়েছে।

নূহ-উল-আলম লেনিন ১৯৭৩ থেকে ৭৬ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ছিলেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক এবং অবিভক্ত সিপিবির প্রেসিডিয়াম সদস্য।

১৯৯৭ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তাঁকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। পরে তিনি দলটির তথ্য ও গবেষণা সম্পাদক, পরের সম্মেলনে প্রচার ও প্রকাশনা সম্পাদক হন। ২০১২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন তিনি। কিন্তু ২০১৬ সালের সম্মেলনে আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ সাত বছর পরে আবারও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ২৬(১) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

২০১০ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মুখপত্র ‘উত্তরণ’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন নূহ-উল-আলম লেনিন।

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে চলে যাচ্ছি’, নিজেই বললেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ