নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির পাশাপাশি শনিবার (২৮ অক্টোবর) সমমনা দলগুলোও রাজধানীতে কর্মসূচি পালন করবে। এদিন বিকেল ৩টায় এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।
এ ছাড়া এবি পার্টি সকাল ১১টায় বিজয়নগরে হোটেল একাত্তরের সামনে; জনতার অধিকার পার্টি দুপুর ২টায় বিজয় নগর পানির ট্যাংকি মোড়ে; বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বেলা ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে।
দলগুলোর পক্ষ থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।