নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরায় রবের বাসায় যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, আ স ম আব্দুর রবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই বিএনপি মহাসচিব তাঁর বাসায় যান। এ সময় জেএসডি সভাপতির সহধর্মিণী ও জেএসডির নির্বাহী সভাপতি তানিয়া রব এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।