হোম > রাজনীতি

শাজাহান খানের মিছিলে হামলার মামলা: খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে হামলা ও হত্যাচেষ্টার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অভিযোগের দায় থেকে তাঁদের অব্যাহতি দেন।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

সম্প্রতি তদন্তে ঘটনায় সম্পৃক্ততার কোন সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দেয় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আব্দুস সোবহান। আজ ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দেওয়া হয়।

মামলায় অভিযোগে বলা হয়েছিল, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সমাবেশ শেষে সেখানে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশ্যে তাদের ওপর বোমা নিক্ষেপ করে। খালেদা জিয়াসহ বিএনপি নেতৃবৃন্দের নির্দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা এই হামলায় অংশ নেন।

ওই ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা যানবাহন ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তদন্তকালে এই ঘটনার সত্যতা পাওয়া যায়নি। তদন্তকালে কোনো সাক্ষী সাক্ষ্য দেননি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন

ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ চাই, হেফাজতে ইসলাম একমত: সালাহউদ্দিন

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: পার্থ

ভারতে ওয়াক্ফ বিল পাসে জামায়াতের নিন্দা

ছাত্র উপদেষ্টাদের সরকারে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রাশেদ

ভারতের মদদে ছাত্র-জনতার ওপর গণহত্যা হয়েছে: এ্যানি

মোদি-ইউনূসের বৈঠকে আশার আলো দেখছে বিএনপি

এপ্রিলের মধ্যে এনসিপির জেলা ও উপজেলা কমিটি হবে: রংপুরে সারজিস

বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার