সকাল থেকে রাজধানীর সড়কে যানবাহন কম, পথে পথে পুলিশি বাধা। দুপুর থেকে শুরু টিপ টিপ বৃষ্টি ৷ সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। অনেকেই ঢাকায় সমাবেশস্থলে যেতে না পেরে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ, এমনকি রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন প্রায় ৩০০ নেতা-কর্মী। তাঁরা বৃষ্টির মধ্যে অবস্থান নিয়েছেন মৎস্য ভবন এলাকায়। পথে পুলিশি বাধা, রাস্তায় যানবাহনের সংকট, সব শেষে বৃষ্টির বাগড়া উপেক্ষা করেও তাঁরা সমাবেশের অংশ হতে চান। সিংগাইর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ‘আমরা আসার সময় আমিনবাজার সালেহপুর ব্রিজে পুলিশের বাধার মুখে পড়ি। তারা আমাদের গাড়িতে উঠে বোমা, ককটেল খুঁজছে। আমাদের অনেক নেতা-কর্মীকে তারা আসতে দেয়নি। আমরা এসেও সমাবেশস্থলে যেতে পারিনি। এত এত মানুষ এসেছে, সেখানে আর যাওয়ার উপায় নেই। তবু আমরা এখানেই অবস্থান নিয়ে সমাবেশের অংশ হতে চাই।’
এই সমাবেশ অনেক আকাঙ্ক্ষিত। বৃষ্টি কিংবা পুলিশি বাধা কোনোটাই আমাদের নেতা-কর্মীদের আটকে রাখতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এসব বাধা আমাদের কাছে কিছুই না। আমরা কার্যালয়ের সামনে যাইতে পারি নাই তো কী হইছে। যেইহানে আছি এইহান থাইকাই আমরা সমাবেশের অংশ।’
খণ্ড খণ্ড মিছিলে সরকারবিরোধী ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে নানা স্লোগান দিয়ে ঢাকায় ঢুকছেন বিএনপির নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের সমর্থকেরা। অন্যদিকে একইভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিল নিয়ে যেতে দেখা গেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউর দিকে।
সরকারপতনের দাবিতে আজ বুধবার এক দফার কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। এ নিয়ে রাজধানীতে ব্যাপক জনসমাগম ঘটাতে চায় দলটি। আজ দুপুর ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে ‘তারুণ্যের সমাবেশ’ করার কথা ছিল বিএনপির। ইতিমধ্যে সেই সমাবেশ শুরু হয়েছে।