নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মালিবাগসহ বেশ কয়েকটি এলাকায় জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামায়াতের কয়েকজন কর্মীকে আটক করে।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, ‘একটা মিছিল, ধারণা করছি এটা জামায়াতের। মালিবাগ মোড়ের দিকে আসে। তখন মিছিলের ভেতর থেকে পুলিশের ওপর ইটপাটকেল মারে। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
এ সময় মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়।