হোম > রাজনীতি

প্রতিটি মানুষ এখন সরকারকে ঘৃণা করে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সমাবেশে যাতে বেশি লোকের সমাগম না হয়, সমাবেশ যাতে বড় না হয় সে জন্য বাধা দেওয়া হচ্ছে, পরিবহন চলাচল বন্ধ করা হচ্ছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সমাবেশ বড় না হওয়াতে তাদের (সরকার) কী লাভ? এটা কোন ধরনের মানসিকতা?’ 

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্প্রতি কর্মসূচি পালন করতে গিয়ে নিহত হওয়া নেতা কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি মানুষ এখন তোমাদের ঘৃণা করে। কারণ তোমরা মিথ্যার ওপর বসে আছো, কথার ওপর বসে আছো।’ 

বিএনপির কর্মসূচিতে নিহত নেতা কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে যার যা আছে, তাই নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান ফখরুল। সরকার পতনের চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আর নয়, এখন সময় এসে গেছে। যারা মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, তাদের আরও ছাড় নেই। আমাদের রাস্তায় নেমে আসতে হবে, একসঙ্গে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলতে হবে—এই সরকারকে আর চাই না।’ 

মির্জা ফখরুল বলেন, ‘যার যা শক্তি আছে, সেই শক্তি দিয়ে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আমাদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আত্মত্যাগ করতে হবে। সর্বশক্তি দিয়ে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর