হোম > রাজনীতি

জাপার বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে বললেন ইয়ামিন মোল্লা

ঢাবি প্রতিনিধি

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক জনতা’ ব্যানারে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি পার্লামেন্টে বসতে চায় কি না, এ নিয়ে দলের (বিএনপি) অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক জনতা’ ব্যানারে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের লড়াইকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ওনার কাছে ভুল তথ্য থাকায় এমন কথা বলেছেন, নাকি এটা তাদের দলীয় অবস্থান, সেটা আমরা জানতে চাই। জনগণ আপনাদের (বিএনপি) সুস্পষ্ট অবস্থান জানতে চায়।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগ ফিরিয়ে আনার কাজ করছে। রংপুরে লাঠিসোঁটা নিয়ে জঙ্গি মিছিল করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগ সারা দেশ থেকে লোক পাঠাচ্ছে, জি এম কাদের এটা স্বীকারও করেছেন। জাতীয় পার্টি অফিসের সামনে মশাল মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারেরা হামলা চালিয়েছে অথচ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ফ্যাসিবাদী দলগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কোনো যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ছাত্রলীগকে যেভাবে গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধ করুন, দোষীদের গ্রেপ্তার করুন। কেন না জনতার রায় হলো-ফ্যাসিবাদী শত্রুদের নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) দুপুর দুইটায় টিএসসিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেব। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতা-কর্মীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন