রংপুর প্রতিনিধি
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে কটূক্তি করায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রসমাজ। রোববার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ।
এ সময় রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এ দেশে হিন্দু-মুসলমানদের ঐক্যবদ্ধ বন্ধন রয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কার এজেন্ট তা খুঁজে বের করতে হবে। তিনি আমাদের প্রয়াত নেতা এরশাদকে নিয়ে কটূক্তি করেছেন। ওনার এই বক্তব্য সংবিধানের পরিপন্থী। তাঁকে যদি অপসারণ করা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্রীয় জাতীয় পার্টি কোনো কর্মসূচি না দিলেও রংপুর জাতীয় পার্টি আন্দোলন শুরু করবে।