হোম > রাজনীতি

পল্টনে ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব সহকারী অধ্যাপক মামুন মাহমুদ (৫৫) আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। মামুন মাহমুদ সোনারগাঁও ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। 

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির বাসা সিদ্ধিরগঞ্জ মুক্তিনগর এলাকায়। তাঁর বুকের ডান পাশে, রানে ও পেটের নিচে সহ শরীরের বেশ কিছু জায়গায় ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, দুপুরের পর পল্টনে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার অফিসে ইফতারে আসেন মামুন। ইফতার শেষ করে নামাজের পল্টন কস্তুরি হোটেলের সামনে আসলে ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পালিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা দুষ্কৃতকারীদের মধ্যে একজনকে ধাওয়া করে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 

তিনি অভিযোগ করেন, ‘ছিনতাইয়ের জন্য নয়, পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটিয়েছে।’ 

এদিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন মিয়া জানান, পুরানা পল্টন কস্তুরি হোটেলের গলিতে একটা ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় জুয়েল নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাঁকেও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।। বিষয়টি ছিনতাই না অন্য ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 

বিএনপি মহাসচিবের বক্তব্য ১/১১ সরকার গঠনের ইঙ্গিত: উপদেষ্টা নাহিদ

সরকার নিরপেক্ষ থাকতে পারছে না: মির্জা ফখরুল

জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ চাই না: নাসীরুদ্দিন পাটওয়ারী

সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে

জুলাই আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি: আমীর খসরু

বিএনপির সঙ্গে সুর মিলিয়ে এ বছরই নির্বাচন চায় খেলাফত মজলিস

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

ক্ষমতার দাপটে গণ-অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে: সিপিবি

বরিশালে জামায়াতের আমির ও চরমোনাই পীরের রুদ্ধদ্বার বৈঠক

বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও ছবক নেওয়া লাগবে না: আমীর খসরু

সেকশন