বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকায় পায়ে চোট পেয়েছেন দলের যুগ্ম মহাসচিব হাবিবউন্নবী খান সোহেল।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে খালেদা জিয়ার গাড়িবহর যাত্রা শুরু করে। গাড়িবহর গুলশান অ্যাভিনিউয়ে পৌঁছালে খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকা সোহেলের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপির চেয়ারপারসনকে বহনকারী গাড়ির পেছনের চাকা সোহেলের পায়ের ওপর দিয়ে চলে যায় বলে জানান শায়রুল।