Ajker Patrika
হোম > রাজনীতি

আমরা আপনাদের ভয় পাই, বিএনপির উদ্দেশে শাজাহান

সাভার (ঢাকা) প্রতিনিধি

আমরা আপনাদের ভয় পাই, বিএনপির উদ্দেশে শাজাহান

কথায় আছে, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়’। আমরা আপনাদের ভয় পাই, পেট্রলবোমা দিয়ে মানুষ মেরেছেন। আপনাদের ভয় পাই, ধর্মের নামে মানুষ মেরেছেন, ইসলামের কথা বলে মানুষ হত্যা করেছেন, মানুষ ধর্ষণ করেছেন। আমরা আপনাদের দেখলে ভয় পাই, বাংলার মানুষ ভয় পায়। সুতরাং ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের ধূলিসাৎ হয়ে যাবে, স্বপ্ন ভেঙে যাবে বলে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বিকেলে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খান সাভারের আশুলিয়ায় জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন।

এ সময় শাজাহান খান আরও বলেন, ‘শুনলাম ফখরুল আহমেদ বললেন, ওনারা বাংলাদেশকে নাকি নতুনভাবে স্বাধীন করবেন। অবস্থাটা বুঝতে হবে কিন্তু, ভয়াবহ কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশকে স্বাধীন করবেন, বাংলাদেশ তো স্বাধীন দেশ। ওনারা স্বাধীন করার নাম করে রাজাকার, আলবদর, জামায়াত ইসলাম যারা পাকিস্তানের পরপরই আমাদের দেশের মানুষ হত্যা করেছিল, মা-বোনের সম্ভ্রমহানি করেছিল, তাদের আবার সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছেন।’ 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি শোক দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ আয়োজনে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন, পরিচালনা করেন সদস্যসচিব নাহিদুল হাসান নয়ন ও যুগ্ম সদস্যসচিব মো. রাকিবুল ইসলাম সোহাগ।

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম