হোম > রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব, তেমন মানুষ আমি নই: নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব, তেমন মানুষ আমি নই। তেমন রাজনীতি আমি কখনো করিনি। আমার রাজনীতি মানুষের জন্য, কল্যাণের জন্য। সেটা শিখিয়েছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ ঢাকা-১৪ আসনে দলীয় প্রতীক নৌকা সংগ্রহের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন তিনি।

এ সময় ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরে যাওয়ার জন্য এবং প্রচারণা না করার ভয়ভীতি দেখানো হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকেরা।

জবাবে মাইনুল হোসেন নিখিল বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করব। স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব, তেমন মানুষ আমি নই। তেমন রাজনীতি আমি কখনো করিনি। আমার রাজনীতি মানুষের জন্য, কল্যাণের জন্য। সেটা শিখিয়েছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘আমি ৪০ বছর ধরে রাজনীতি করি। এর মধ্যে কেউ বলতে পারবে না, আমি কাউকে আঘাত করেছি, ধমক দিয়েছি। কারও ওপর জুলুম করেছি। নিজেদের সস্তা জনপ্রিয়তা পেতে তারা মিথ্যাচার করছে।’

প্রচার কার্যক্রম প্রসঙ্গে নিখিল বলেন, ‘আমাদের ১৪ আসনে আল্লাহর ওলি হজরত শাহ্ আলী বাগদাদী (র.) ঘুমিয়ে আছেন। সেখান থেকে বাদ মাগরিব দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রচার শুরু করব।’

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর