Ajker Patrika
হোম > রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব, তেমন মানুষ আমি নই: নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব, তেমন মানুষ আমি নই: নিখিল

‘স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব, তেমন মানুষ আমি নই। তেমন রাজনীতি আমি কখনো করিনি। আমার রাজনীতি মানুষের জন্য, কল্যাণের জন্য। সেটা শিখিয়েছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ ঢাকা-১৪ আসনে দলীয় প্রতীক নৌকা সংগ্রহের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন তিনি।

এ সময় ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরে যাওয়ার জন্য এবং প্রচারণা না করার ভয়ভীতি দেখানো হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকেরা।

জবাবে মাইনুল হোসেন নিখিল বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করব। স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাব, তেমন মানুষ আমি নই। তেমন রাজনীতি আমি কখনো করিনি। আমার রাজনীতি মানুষের জন্য, কল্যাণের জন্য। সেটা শিখিয়েছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘আমি ৪০ বছর ধরে রাজনীতি করি। এর মধ্যে কেউ বলতে পারবে না, আমি কাউকে আঘাত করেছি, ধমক দিয়েছি। কারও ওপর জুলুম করেছি। নিজেদের সস্তা জনপ্রিয়তা পেতে তারা মিথ্যাচার করছে।’

প্রচার কার্যক্রম প্রসঙ্গে নিখিল বলেন, ‘আমাদের ১৪ আসনে আল্লাহর ওলি হজরত শাহ্ আলী বাগদাদী (র.) ঘুমিয়ে আছেন। সেখান থেকে বাদ মাগরিব দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রচার শুরু করব।’

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

ধর্ষণ-নিপীড়ন: সোমবার সারা দেশে ছাত্রদলের মানববন্ধন

স্থগিত হওয়া দুই ইফতার মাহফিলের তারিখ জানাল বিএনপি

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার: নায়েবে আমির

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

নির্বাচন না দিলে দেশবাসী আবারও গর্জে উঠবে: আবুল কালাম আজাদ

নারীর নেতৃত্ব তৈরিতে সংরক্ষিত আসন আর ভূমিকা রাখবে না: সামান্তা শারমিন

১৪ জুলাই আওয়ামী লীগের ‘রাজাকার ন্যারেটিভ’ ভেঙে দিয়েছে মেয়েরা: সামান্তা শারমীন

‘মব জাস্টিস নিয়ে সরকার কেন চুপচাপ’, প্রশ্ন সেলিমা রহমানের

নারীর প্রতি এই অসভ্যতা ও সহিংসতার পেছনে উগ্রগোষ্ঠীর উসকানি থাকতে পারে: রিজভী

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান