ঢাবি প্রতিনিধি
শিক্ষার অধিকার আদায়ের সংগ্রাম ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ-মিছিল ও ১৮ সদস্যের ২০তম নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা পাদদেশে শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রায়হান উদ্দিন। নতুন কমিটিকে সমাবেশে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। মুক্তা বাড়ৈ গত কমিটিতে সভাপতি, রায়হান উদ্দিন সহসভাপতি পদে ছিলেন।
নতুন কমিটি ছাত্র সমাবেশে আগামী দিনের শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ে পাশাপাশি সমাজ পরিবর্তনের পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্টের সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিভিন্ন মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।