Ajker Patrika
হোম > রাজনীতি

সরকার দেশ শাসনের জন্য আসেনি, নির্বাচনের পরিবেশ তৈরি করতে এসেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার দেশ শাসনের জন্য আসেনি, নির্বাচনের পরিবেশ তৈরি করতে এসেছে: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি। তারা এসেছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আজ শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শফিকুর রহমান বলেন, ‘তারা (অন্তর্বর্তী সরকার) দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছে। তাদের কাজ হচ্ছে—জাতি পরপর তিনটি নির্বাচনে বঞ্চিত ছিল, জাতির সামনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ উপহার দেওয়ার পথ তৈরি করা। এ জন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবে, আমরা সেই বিষয়ে কথা বলেছি। আগামী ৯ অক্টোবর আপনাদের মাধ্যমে আমাদের প্রস্তাবনাগুলো জাতির সামনে উন্মুক্ত করব। আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কী কী সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে।’ 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘জনগণ এবং সরকার একসঙ্গে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে, সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে—সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি, বর্তমান যে সরকার আছে, তারা কোনো ধরনের পক্ষ-বিপক্ষের মানসিকতা না নিয়ে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে।’ 

তিনি বলেন, ‘আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় কী হবে? এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব।’ 

জামায়াত আমির বলেন, ‘দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কী—এমন একটি প্রশ্ন এসেছিল। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। জনগণের সঙ্গে সরকারের পার্টনারশিপ লাগবে। জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণ যদি একসঙ্গে কাজ করে একটা অভূতপূর্ব দুর্গাপূজা হিন্দু ধর্মের ভাই-বোনেরা উদ্‌যাপন করতে পারবে।  

শফিকুর রহমান বলেন, ‘সংস্কারের টাইমলাইন কী হবে? সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুইটা বিষয় দেশবাসীর কাছে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি। একটা রোড ম্যাপ হবে সংস্কারের, আরেকটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে। দুইটা বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি।’

দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দিবেন না: আগে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ফখরুল

শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাবির সাদা দল থেকে ৩ শিক্ষককে বহিষ্কার

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

চীন সফরে বিএনপিসহ আট দলের নেতারা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের মুক্তির দাবিতে জামায়াতের কর্মসূচি নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

নাহিদের পদত্যাগের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপনারা সংবিধানের সমস্যার কথা বলেন, মূল সমস্যা অন্তরে: আসিফ নজরুল

আইনশৃঙ্খলা ভঙ্গকারী ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে: যুবদল