হোম > রাজনীতি

‘জিয়াকে নিয়ে কথা বলা মানেই তাকে গুরুত্ব দেওয়া’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় মেজর জিয়াকে নিয়ে কথা না বলাই ভালো। কথা বললেই তাকে গুরুত্ব দেওয়া হয়। সে একজন সংবাদ পাঠকের মতন খবরটা পাঠ করে গেছেন বলে মন্তব্য করেন কে এম খালিদ।

আজ সোমবার বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

‘বঙ্গবন্ধু বিকল্পহীন অদ্বিতীয় নেতা’ শীর্ষক বিশেষজ্ঞ বক্তৃতা ও সেমিনার ২০২২ এর আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনশিক্ষা বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

কে এম খালিদ বলেন, এই বাংলাকে স্বাধীন করতে অনেকেই চেষ্টা করেছে, ‘সিরাজুদ্দৌলা, প্রীতিলতা, ক্ষুদিরাম, সূর্যসেন। নেতাজী রক্ত দেওয়ার কথা বলেছে। বাংলার মানুষ কিন্তু রক্ত দিয়েছেন। কিন্তু স্বাধীনতা আসেনি। স্বাধীনতা এসেছে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। আজ থেকে ৫১ বছর আগে কোন শাসক বাংলাদেশকে এককভাবে শাসন করেনি উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করার পর তাঁর মাধ্যমে একটি বাঙ্গালি সরকার গঠিত হয়েছে। একটা অপ্রস্তুত অবস্থা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে আমরা প্রস্তুত হয়ে যুদ্ধ করেছি। সেখান থেকে দেশ স্বাধীন করে আনতে পেরেছি আমরা।’

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক ও শিক্ষাবিদ আবুল মোমেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক । ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো আবুল মনসুর।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর