Ajker Patrika
হোম > রাজনীতি

গণঅধিকার পরিষদ

‘তালিকা করে ভারতীয়দের দেশছাড়া করা হবে’

অনলাইন ডেস্ক

‘তালিকা করে ভারতীয়দের দেশছাড়া করা হবে’
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের তালিকা করে তাঁদের দেশে পাঠিয়ে দেওয়া হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার গণঅধিকার পরিষদ আয়োজিত ‘ভারত হটাও বাংলাদেশ বাঁচাও’ শিরোনামে কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল হাইকোর্ট প্রাঙ্গণে যায়।

তারেক রহমান বলেন, ‘দেশে শিক্ষিত বেকার ৪ কোটি ২৮ লাখ। বিগত দিনে আমাদের এক উপদেষ্টা বলেছেন, ১০ লাখ ভারতীয় বাংলাদেশে আছে। আমার কথা, আপনাদের কাজ কি শুধু বক্তব্য দেওয়া, নাকি এই ১০ লাখ ভারতীয়কে বের করার ব্যবস্থা করবেন? আমাদের বেকার যুবকেরা চাকরি পাবেন না, আর তাঁরা কাজ করবেন?’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান। কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছেন। আমাদের খবর দেন। আমরা বিশেষ টিম গঠন করব, তাঁদের ভারতে পাঠানোর জন্য। কাউকে রাখব না। একটা একটা বের করে দেব। যতক্ষণ ভারতের আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।’

তারেক বলেন, ‘বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের আশপাশে যত বাঁধ আছে, সব ভেঙে দিতে হবে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন ব্রিজ-কালভার্ট ভেঙে দিয়েছিলেন, তেমনি আমরাও ভেঙে দেব। তাদের বলতে হবে, এটা মানবাধিকার পরিপন্থী, বিশ্ব জলবায়ু নীতির পরিপন্থী। সরকারকে বলব, ছয় মাস সময় পেয়েছেন, কিন্তু আপনারা তিস্তা চুক্তি নিয়ে কেন মামলা করলেন না? আর মুখে মুখে কথা নয়। এমন সরকার চাই, যারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে।’

ভারতীয় সীমান্ত বাহিনী নিয়ে এই নেতা বলেন, ‘কোনো যুদ্ধ ছাড়াই গত ১৬ বছরে তারা সীমান্তে ১ হাজার ১০০ মানুষকে হত্যা করেছে। তারা যদি এটা বন্ধ না করে, তাদের সেই পরিণতি ভোগ করতে হবে।’

নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর

মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য কি গণ-অভ্যুত্থান হয়েছিল: সালাহউদ্দিন

বোমা হামলা নয়, এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

অনেকে দল করছেন, কিন্তু কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই: রিজভী