হোম > রাজনীতি

এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 

আজ শনিবার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি আর এবি পার্টিতে নেই।’ 

এর আগে গত ১৭ আগস্ট প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব পালনে অপারগতার সিদ্ধান্ত জানিয়ে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে খুদে বার্তা পাঠান রাজ্জাক। সেখানে রাজ্জাক লেখেন, ‘আমি আমার অসুস্থতার কারণে এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ একই সঙ্গে এই সিদ্ধান্তের পেছনে কিছু বিষয়ে মতের অমিলকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। 

জানতে চাইলে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক মাস যাবৎ তিনি (আব্দুর রাজ্জাক) প্যানক্রিয়াসে ক্যানসারজনিত মারাত্মক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থতার কারণে প্রধান উপদেষ্টার পদে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন।’ 

মঞ্জু আরও বলেন, ‘আমাদের দলের নাম নির্ধারণ বিষয়ে তাঁর ভিন্নমত ছিল, কিন্তু দলের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত উপায়ে দলের নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে। বিষয়টিতে তিনি একটু মনঃক্ষুণ্ন ছিলেন। এ ছাড়া অন্য কোনো বিষয়ে তাঁর ভিন্নমত বা মতপার্থক্যের বিষয় আমার জানা নেই।’ 

দলীয় সূত্র বলছে, বর্তমানে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আব্দুর রাজ্জাক। গত ৩০ আগস্ট তাঁর অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থাও ভালো নয়। 

এদিকে ব্যারিস্টার রাজ্জাককে দেশে ফিরিয়ে এনে দুদকের চেয়ারম্যান অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারক করা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র। যদিও এমন খবরকে ‘নিছক অনুমান’ বলে দাবি করেছেন আব্দুর রাজ্জাক। 

২০১৮ সালে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। ২০২১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেয় এবি পার্টি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকে অনলাইনে দলীয় ফোরামে অংশ নিতেন। 

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ভিন্নমত পোষণ করে একদল নেতা-কর্মী ২০১৯ সালে বেরিয়ে এসে জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটি নতুন মঞ্চ গঠন করেন। পরে সেটি রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি নামে আত্মপ্রকাশ করে ২০২০ সালের ২ মে। আওয়ামী সরকার পতনের পর গত ২১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় এবি পার্টি।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম