Ajker Patrika
হোম > রাজনীতি

আ. লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে: আমীর খসরু

অনলাইন ডেস্ক

আ. লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে: আমীর খসরু
আমীর খসরু। ফাইল ছবি

নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নাকচ না করে অন্য কোনো উপায়ে করলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে যদি ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত ‘টেইক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’-শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সবাই মিলে হাসিনার পতন ঘটিয়েছি, এখন আমাদের সবাইকে মিলে একটি দেশ গড়তে হবে। বিএনপি শুধু বিপ্লব নয়, বিএনপি সংহতি। বিএনপি জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলছে। আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত করব, সেটাই থাকবে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, চরমভাবে পরাজিত করে। অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সুফল বয়ে আনে না।’

জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে, তা জাতির কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘স্বাধীনতার পর শেখ মুজিবের একটা বয়ান ছিল, স্বৈরাচারের একটা ছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা বয়ান ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল-উন্নয়নের ওপরে গণতন্ত্র। কিন্তু উন্নয়ন গণতন্ত্রের সঙ্গে হাতে হাত মিলে চলতে হয়। গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে হবে লুটপাট ও বিদেশে টাকা পাচার উন্নয়ন। গনতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে পকেটের উন্নয়ন হয়। এখন একমাত্র বয়ান হবে-নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। এর বাইরে নতুন বয়ান শুনতে চাই না।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আস্থা নিয়ে সংস্কার করবে হবে। সেটা একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের মাধ্যমে। অনির্বাচিত কোনো সরকার তাদের নিজস্ব চিন্তা ভাবনা ও দর্শনের সেভাবে সংস্কার করা সুযোগ নেই। যে সমস্ত সংস্কার ঐকমত্যে আছে সেগুলো বাস্তবায়নে আমাদের কোনো আপত্তি নেই।’

বিএনপি ৩১ দফা সংস্কার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে আমীর খসরু আরও বলেন, ‘১৬ বছরে জ্বলে-পুড়ে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। ত্যাগ-জুলুমের মধ্যে দিয়ে বিএনপি নতুন বিএনপিতে পরিণত হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা ত্যাগ করতে শিখেছে, রক্ত দিতে শিখেছে ও জীবন দিতে শিখেছে। আমরা গণতন্ত্রের লড়াই, মানবাধিকার লড়াই ও ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই থেমে থাকব না।’

হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে রাজনৈতিক দল ও ব্যক্তি জনগণের মনের ভাব বুঝতে পারবে না, তারা বেশি দূর এগোতে পারবে না। আমরা স্বাধীন মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশকে সঠিক ট্র‍্যাকে ফিরিয়ে আনতে হবে।’

ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটসের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান।

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর