হোম > রাজনীতি

সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে: জাহাঙ্গীর কবির নানক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি এ কথা বলেন। 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে হাজার বছরের পরাধীন বাঙালি যখন মুক্তির দারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে বাঙালির মেধা হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেদিন পাকিস্তানি সামরিক বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে যেভাবে পরাজিত হয়েছে, ঠিক তেমনি তাদের আন্তর্জাতিক প্রভুরাও সেদিন পরাজিত হয়েছে। 

আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে এগিয়ে যাবে।

স্বাধীনতাযুদ্ধের ডাকে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই মুক্তির সংগ্রামে লিপ্ত। আর সেই মুক্তিসংগ্রামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, তা ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর মুক্তির সোপানে এগিয়ে যাবে, এবারের বুদ্ধিজীবী দিবসে এটিই প্রত্যয়ের শপথ।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর