Ajker Patrika
হোম > রাজনীতি

পররাষ্ট্রমন্ত্রীর আয় কমলেও বেড়েছে সম্পদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রীর  আয় কমলেও বেড়েছে সম্পদ

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বার্ষিক আয় কমেছে ৯ লাখ ৭০ হাজার ১৯৫ টাকা। তবে অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৫০৬ টাকার। তাঁর স্থাবর সম্পদও বেড়েছে ৩৭ লাখ ২৫ হাজার ৮৮৫ টাকার। পাঁচ বছর আগে তাঁর স্ত্রীর নামে ৮ লাখ টাকার অস্থাবর সম্পদ ছিল, এখনো ততটুকুই আছে।

স্নাতকোত্তর পাস মোমেনের বিরুদ্ধে কোনো মামলা নেই। এবার হলফনামায় পেশা হিসেবে দেখিয়েছেন ‘রাজনীতি ও অন্যান্য’। ২০১৮ সালে তাঁর পেশা ছিল ‘শিক্ষকতা ও অন্যান্য’। আয়ের উৎস বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্যান্য ভাড়া বাবদ ৩ লাখ ৯৮ হাজার ৪২৪ টাকা। পেশা থেকে বছরে আয় ১২ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যাংকের মুনাফা বাবদ আয় ৯ লাখ ৬০ হাজার ৫৫২ টাকা।

হলফনামার তথ্য অনুসারে, আব্দুল মোমেনের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৩৪ লাখ ২৩ হাজার ২৪১ টাকা; যা ২০১৮ সালে ছিল ১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৭১০ টাকা। সে সময় বৈদেশিক মুদ্রা ছিল ১ হাজার ৯৪৬ মার্কিন ডলার। এবার আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নিজের নামে জমা টাকার পরিমাণ ৩ কোটি ৯৬ লাখ ১০ হাজার ৬৯৫ টাকা; যা গতবার ছিল ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৩৮৮ টাকা। ৮ লাখ টাকার শেয়ার রয়েছে তাঁর, যা আগে ছিল ১০ লাখ টাকার। আব্দুল মোমেনের সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ১০ লাখ টাকা। যানবাহন দেখিয়েছেন ২০ লাখ টাকার। ইলেকট্রনিক সামগ্রী আছে ৫ লাখ টাকার।

আগেরবারের হলফনামায়ও একই পরিমাণ উল্লেখ করেছিলেন তিনি। এবার আব্দুল মোমেনের অন্যান্য আয় ৫ লাখ ৭৭ হাজার ৯১ টাকা; আগেরবার যা ছিল ২২ লাখ ৮৫ হাজার ৪২৩ টাকা। তাঁর স্ত্রীর স্বর্ণালংকার রয়েছে ৫ লাখ টাকার। আসবাবপত্র ৩ লাখ টাকার। এগুলো আগেরবারও একই পরিমাণ ছিল।

স্থাবর সম্পদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী অকৃষিজমি অর্জনকালীন দাম দেখিয়েছেন ২২ লাখ ৫০ হাজার টাকা। দালানকোঠা অর্জনকালীন দাম ১৯ লাখ ৭৫ হাজার ৮৮৫ টাকা। বাড়ি/অ্যাপার্টমেন্টের অর্জনকালীন দাম ৪ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৮২৫ টাকা, যা আগেরবার ছিল ৩ কোটি ৮২ লাখ ৬ হাজার টাকার।

আব্দুল মোমেনের ব্যাংকে দায়দেনা নেই। গত পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেছেন, ঢাকা-সিলেট ছয় লেন রাস্তার কাজ চলমান, সিলেট-কুমারগাঁও এবং বাদাঘাট-এয়ারপোর্ট চার লেন রাস্তার কাজ চলমান, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাজ প্রায় শেষের পথে।

নারীর নেতৃত্ব তৈরিতে সংরক্ষিত আসন আর ভূমিকা রাখবে না: সামান্তা শারমিন

১৪ জুলাই আওয়ামী লীগের ‘রাজাকার ন্যারেটিভ’ ভেঙে দিয়েছে মেয়েরা: সামান্তা শারমীন

‘মব জাস্টিস নিয়ে সরকার কেন চুপচাপ’, প্রশ্ন সেলিমা রহমানের

নারীর প্রতি এই অসভ্যতা ও সহিংসতার পেছনে উগ্রগোষ্ঠীর উসকানি থাকতে পারে: রিজভী

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, গছাসের কেন্দ্রীয় নেতার পদ স্থগিত

ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

হিযবুত তাহ্‌রীরের প্রকাশ্য কর্মসূচির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ

নির্বাচনহীন দীর্ঘ পরিস্থিতি চায় না ইসলামী আন্দোলন