হোম > রাজনীতি

আন্দোলনের রং তো লাল, বিএনপির কালো পতাকা মিছিল কেন: প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘টেলিভিশনের স্ক্রলে ও পত্রিকার হেডলাইনে দেখলাম বিএনপি কালো পতাকা মিছিল করছে। তাদের কে মারা গেছে? কালো পতাকা মিছিল তো শোকের মিছিল। আমরা আগস্টে শোকের মিছিল করি। বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে, তাই নেতারা অজান্তে শোকের মিছিল করছে। আন্দোলনের রং তো লাল। লাল-সবুজ বাংলাদেশের জাতীয় পতাকা।’ 

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গলা শুকিয়ে গেছে, মিছিল-সমাবেশে আর জোর নেই। সব কমতির দিকে। আন্দোলনের মরা গাঙে ঢেউ নেই। বিএনপির আন্দোলন এখন ভাঙা হাট। ভাঙা হাটে কেউ আসে না। 
 
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে মিছিলে জনগণ নাই, সেই মিছিল গণমিছিল হয় কীভাবে? মিছিল দেখবেন? মিছিল দেখাব। একপ্রান্ত যাত্রাবাড়ী, আরেক প্রান্ত এই দিকে মিরপুর ওই দিকে সবুজবাগ। আওয়ামী লীগের মিছিলে সারা শহরে ঢল নামে। দেখবেন ২ তারিখে (২ সেপ্টেম্বর), দেখবেন ১ তারিখে তারুণ্যের সমাবেশ। ওই দিন লাখো তরুণের হাতে আমরা দেখাব বিজয়ের পতাকা, শোকের কালো পতাকা নয়।’ 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমসহ আরও অনেকে।

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে চলে যাচ্ছি’, নিজেই বললেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, কিন্তু শারীরিক পরিস্থিতি নেই: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু