Ajker Patrika
হোম > রাজনীতি

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি: জেএসডি

অনলাইন ডেস্ক

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি: জেএসডি

ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এ জন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।’

আজ শনিবার রাজধানীর পুরান পল্টন মোড়ে জেএসডি আয়োজিত জাতীয় ঐক্যের লক্ষ্যে সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের আগে এসব কথা বলেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

জেএসডির এই নেতা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসকের বিদায় সম্ভব হয়েছে, কিন্তু দীর্ঘস্থায়ী ঐক্যবদ্ধ লড়াই এবং রাষ্ট্রীয় রাজনীতির আমূল পরিবর্তন করে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে চিরকালের জন্য উচ্ছেদ করে দিতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র নির্মাণ এখন ঐতিহাসিক অনিবার্যতায় রূপ লাভ করেছে।’

সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য মিথ্যা এবং অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সব ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করার যেকোনো চক্রান্তকে প্রতিহত করার জন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সত্যকে উপস্থাপন করতে হবে।’

ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ সিরাজ, কে এম জাবির, সৈয়দ ফাতেমা হেনা, মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার সাজু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সী, আবুল কালাম, সুমন খান, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর

মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য কি গণ-অভ্যুত্থান হয়েছিল: সালাহউদ্দিন

বোমা হামলা নয়, এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

অনেকে দল করছেন, কিন্তু কোনো পলিটিক্যাল ফিলোসফি নেই: রিজভী