Ajker Patrika
হোম > রাজনীতি

প্রধানমন্ত্রী রাজনীতির মধ্যে ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছেন: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী রাজনীতির মধ্যে ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছেন: নুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ইস্যুতে রাজনীতির মধ্যে ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘একটা দেশের প্রধানমন্ত্রী যেভাবে ঘৃণা-বিদ্বেষ ছড়াচ্ছেন, চিন্তা করেন একটা জাতির ভাগ্যে কী আছে? ন্যূনতম শিষ্টাচার এই দলের (আওয়ামী লীগ) নেতা কর্মীদের মধ্যে নেই। থাকবে কী করে একটা দলের প্রধান হয়েও তিনি তো মাস্তানদের ভাষায় কথা বলেন।’ 

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শফিউল আলম প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

জাগপা সভাপতি তাসমিয়া প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবদুল হানিফসহ জাগপার নেতা-কর্মীরা। 

সভাপতির বক্তব্যে তাসমিয়া প্রধান বলেন, যখন দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিবাজ সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে, গুম, ধর্ষণ, লুটপাট তখন শফিউল আলম প্রধানের কথা খুব মনে পড়ে। আশা হারাই না। কারণ, শফিউল আলম প্রধান চলে গেছেন। কিন্তু, তার আদর্শ রেখে গেছেন। 

তাসমিয়া প্রধান বলেন, শফিউল আলম প্রধান ৩৭ বার কারারুদ্ধ হয়েছেন। তিনি কোনো দিন ক্ষমতার রাজনীতি করেননি, অন্যায়ের প্রতিবাদ করেছেন। 

বাংলাদেশ এখন দুর্নীতি, ধর্ষণ, লুটপাট, গুম-খুন ও অপরাজনীতির রোল মডেল উল্লেখ করে তাসমিয়া প্রধান বলেন, জাগপার প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ আন্দোলনে জালিম সরকারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে। এই সরকারের পতন হবে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে পারব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব। 

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম