হোম > রাজনীতি

এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন উল্লেখ করে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবারও বলছি। দেশ ও জাতিকে রক্ষা করতে ঐক্য করুন। দেশ ও জাতি আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’ 

আজ সোমবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভূলুণ্ঠিত’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণফোরাম আয়োজিত আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হন ড. কামাল। 

ড. কামাল বলেন, ‘সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের মালিক জনগণ। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালোটাকার খেলা বন্ধ করতে হবে। আজকে ১০ জানুয়ারি আমার জীবনের স্মরণীয় দিন এই দিনে বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশে ফিরেছি। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়েছিলেন। তা আজ অনেক দূরে।’ 

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দলের নেতা বা ব্যক্তির পিতা নন। তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু জনমতকে পুঁজি করে আওয়ামী লীগ চালিয়েছিলেন। আর আওয়ামী লীগ তাঁকে পুঁজি করেই চলছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। জাতীয় নেতা বঙ্গবন্ধুকে দলীয় স্বার্থে দলের নেতা বানানো হচ্ছে। তাঁকে জাতির নেতা হিসেবেই রাখতে হবে।’ 

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাইয়িদ বলেন, ‘বঙ্গবন্ধুকে অসম্মান করে দলীয়করণ করা হচ্ছে। তাঁকে এখন এমনভাবে ছোট করা হচ্ছে মনে হয় তিনি যেন একটা পরিবারের লোক।’ 

গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘স্বাধীনতার সংগ্রামে বঙ্গবন্ধুর যে গুরুত্ব তা আওয়ামী লীগই শেষ করে দিয়েছে। বঙ্গবন্ধু বাঙালিকে এমনভাবে ভালোবেসেছেন যার মধ্যে কোনো সংকীর্ণতা ছিল না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আজ দেশের মানুষের জন্য নয়, লুটেরাদের জন্য হয়ে গেছে। বঙ্গবন্ধু মানুষের ভোটাধিকারের জন্য লড়েছেন, আর তাঁর মেয়ে শেখ হাসিনা ভোটাধিকার লুট করেছে। স্বাধীনতার ৫০ বছরে এসে দেশের সব সরকারি অফিসগুলো দুর্নীতিতে নিমজ্জিত।’  

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর