জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাপার সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে সংসদীয় দলের উপনেতা এবং দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংসদীয় দলের চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। দলের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আগামী রোববার সংসদীয় দলের এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।