শেখ হাসিনাকে রক্ষার জন্য ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩৫
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা (ভারত) বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা প্রচারণা চালাচ্ছেন, আমাদের শহীদদের বিরুদ্ধেই সেটা যায়।’

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ শীর্ষক এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নয়াপল্টন সড়ক পর্যন্ত মিছিল হয়।

রিজভী বলেন, ‘ভারতে যারা সত্যিকারের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক, তাঁরা এই সমস্ত মিডিয়াকে বলে গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে তাঁদের তল্পিবাহক মিডিয়া। একেকটা বয়ান, একেকটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ, শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না।’

ভারতের উদ্দেশে এ সময় রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগকে আপনারা ভূলুণ্ঠিত করার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না।’

রিজভী বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে, সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ আমরা কবজা করে নেবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।’

রিজভী আরও বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু-মুসলমানসহ সবাই একসঙ্গে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলায় সরকারি হাইকমিশনের গেট ভেঙে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত, আমাদের বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব, এটা আমরা কোনো দিন ভুলে যাব না।’