আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই চলছে।’
আজ শুক্রবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। ব্যর্থ আন্দোলন করে বিএনপি আগুন-সন্ত্রাস করছে। তাদের লক্ষ্য গণতন্ত্র নয়, চোরাগোপ্তা হামলা করে শেখ হাসিনার পতন ও নির্বাচন বানচাল করা।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, জাসদ, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ যুব ইউনিয়নসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।