Ajker Patrika
হোম > রাজনীতি

সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপির

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। 

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সভায় গত ৫ মার্চ কুষ্টিয়া জেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভার সদস্যরা মনে করেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়। সভা মনে করে, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। সভায় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের জন্য ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’