হোম > রাজনীতি

রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার

দেশ এখনো অস্থিতিশীল, এ বছরই নির্বাচন অনুষ্ঠান কঠিন: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দেশ এখনো অস্থিতিশীল। তাই এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে।’

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম, স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিছুটা উন্নতি হয়েছে, তবে আমাদের প্রত্যাশার তুলনায় তা পর্যাপ্ত নয়।’

গত আগস্টে ব্যাপক ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। চলতি মাসের শুরুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানান হয়, ২০২৫ সালের শেষ নাগাদ জাতীয় নির্বাচন হতে পারে।

এনসিপি প্রধানের দায়িত্ব নেওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না, একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।’

বিশ্লেষকেরা মনে করছেন, তরুণদের নেতৃত্বাধীন এই দলটি বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিতে পারে। কয়েক দশক ধরে দেশটির রাজনীতি শেখ হাসিনার আওয়ামী লীগ ও খালেদা জিয়ার বিএনপির দ্বৈরথের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই দলগুলো দ্রুত নির্বাচন চায় এবং তারা বলছে, ক্ষমতা দ্রুত নির্বাচিত সরকারের হাতে ফিরিয়ে দেওয়া উচিত।

এদিকে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা বিরাজ করছে। যার মধ্যে রয়েছে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, শেখ হাসিনার সরকারের তৈরি বিভিন্ন স্থাপনার ওপর হামলা এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ। তবে সরকার বলছে, এসব অভিযোগ অতিরঞ্জিত।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে ভোটের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণা’ নিয়ে ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত জরুরি।

এই ঘোষণাপত্রটি বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তুত করা হবে এবং এতে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। এ ছাড়া, গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের স্মরণে এটি প্রণয়ন করা হবে।

তিনি বলেন, ‘যদি আমরা এক মাসের মধ্যে এই ঘোষণাপত্র নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তৎক্ষণাৎ নির্বাচনের জন্য আহ্বান জানাতে পারব। তবে, বেশি সময় লাগলে নির্বাচন স্থগিত হওয়া উচিত।’

নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের বিভিন্ন ধনী ব্যক্তি এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন এবং দলটি শিগগিরই একটি নতুন অফিস স্থাপনের জন্য ক্রাউডফান্ডিংয়ের পরিকল্পনা করছে। এ ছাড়া, আসন্ন নির্বাচনের জন্য একটি তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর