Ajker Patrika
হোম > রাজনীতি

সিন্ডিকেটের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার: জোনায়েদ সাকি

ঢাবি প্রতিনিধি

সিন্ডিকেটের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার: জোনায়েদ সাকি

সিন্ডিকেটের ওপর নির্ভর করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে হরতালের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

সাকি বলেন, সরকার যেখানে সেখানে মেগা প্রকল্প করছে এবং সেগুলোর নাম করে তার লোকেরা দুর্নীতি করছে। আর প্রজেক্টের অর্থের জোগান দিতে সরকার জনগণের পকেট কাটছে। জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। তারা বলছে সিন্ডিকেট এগুলোর দাম বাড়াচ্ছে। টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রির ব্যবস্থা জনগণের জন্য অপমানজনক

আগামী ২৮ তারিখের হরতাল সফল করার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, বিভিন্ন জায়গায় সরকার দলীয় ছাত্রসংগঠন (ছাত্রলীগ) হামলা করতে পারে। আমাদের সেসব শক্ত হাতে প্রতিহত করতে হবে। এরপর আর বাংলাদেশে ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। 

সমাবেশ শেষে হরতালের সমর্থনে তাঁরা একটি মিছিল নিয়ে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন ঘুরে নীলক্ষেত মোড়ে গিয়ে শেষ করে। সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের