হোম > রাজনীতি

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদে নারীদের জন্য কোনো সংরক্ষিত আসন দেখতে চান না বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসন, এটা আমরা মানি না। নারীদের জন্য এই আসন রাখা হলে তাঁদের দুর্বল ভাবা হয়। আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তাহলে এখানে নারীদের জন্য কোটা রাখা হলে বলতে হবে, আন্দোলন সফল হয়নি। নারীদের জন্য কোনো কোটা থাকবে না।’

সমাবেশ উপলক্ষে কয়েক দিন ধরে প্রস্তুতি চলছিল ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের। আজ দুপুর নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল নেতা-কর্মীতে ভরে ওঠে।

সমাবেশে নেতা-কর্মীদের নিয়ে আসা যানবাহনের কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন সড়কে যান চলাচল একরকম বন্ধ হয়ে যায়।

সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন যেসব সুপারিশ করেছে, তাতে দুই কক্ষবিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে, যেখানে আসন থাকবে ৫০৫টি। এগুলোর মধ্যে নিম্নকক্ষে থাকবে ৪০০টি আসন। এর মধ্যে ১০০টি নারীদের জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করা হয়েছে। যেসব আসনে শুধু নারী প্রার্থীরা প্রতিযোগিতামূলক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

সমাবেশ ফয়জুল করীম বলেন, ‘সংসদে ৫০৫টা আসন রাখা হয়েছে। আসন কম হোক, বেশি হোক, সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচন হতে হবে।’

বিএনপির উদ্দেশে ফয়জুল করীম বলেন, ‘সংস্কারের পরেই নির্বাচন হবে। আজ যাঁরা সংস্কারে বাধা সৃষ্টি করেছেন, আমি বলব, ১৬ বছর আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের পর আন্দোলন হবে বলেছেন। হাজারো ঈদ চলে গেল, আপনারা কিছু করতে পারেননি। ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতে যে অর্জন, সেটিকে ধ্বংস করার চক্রান্ত করছেন।’

ইসলামী আন্দোলনের নেতা আরও বলেন, ‘৫ আগস্টের পরে আবারও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি-দুর্নীতি দেখতে চায় না। যারা পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’

ইসলামী যুব আন্দোলনের সভাপতি নেছার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সর্বদলীয় বৈঠক: ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্ন

শেখ হাসিনার জন্য ভারত অস্থির হয়ে গেছে: রিজভী

ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়ো না করার আহ্বান জোনায়েদ সাকির

জুলাই ঘোষণাপত্র তৈরিতে বিলম্ব হলে চক্রান্তকারীরা সুযোগ নিতে পারে, জামায়াতের শঙ্কা

সেকশন