হোম > রাজনীতি

জাসদের মনোনয়ন ফরম কিনলেন ২১৩ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার প্রথম দিনে দলের সভাপতি হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২) ও সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ (ফেনী-১) ২১৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। 

শনিবার বিকেলে দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক। 

বলা হয়, কার্যকরী সভাপতি রবিউল আলম যশোর-৩ আসন, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫ হাজার টাকা প্রদান করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধনকালে হাসানুল হক ইনু বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ রুদ্ধ হয়ে গেছে। সংবিধান সমুন্নত হয়েছে। 

ইনু সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তার সঙ্গীদের প্রতি আহ্বান জানান। ইতিমধ্যে জাসদ ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা