ঢাকা সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বিজেপির বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ড. বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠক করেন তাঁরা। সোমবার রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, ড. বিজয় চাতওয়ালা গতকাল রোববার রাতে ঢাকায় পৌঁছান।