Ajker Patrika
হোম > রাজনীতি

গণঅধিকার পরিষদের একাংশ এখন ‘আমজনতার দল’

অনলাইন ডেস্ক

গণঅধিকার পরিষদের একাংশ এখন ‘আমজনতার দল’
সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

দলের নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করল গণঅধিকার পরিষদের মশিউজ্জামান ও ফারুকের নেতৃত্বাধীন অংশ। পরিবর্তিত নাম ‘আমজনতার দল’। ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়ছে বলে জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নতুন নাম ঘোষণা করেন এই অংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।

২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত হয় গণঅধিকার পরিষদ। ২০২৩ সালের জুনে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক একে অপরকে পাল্টাপাল্টি অব্যাহতি দেন।

এরপর ১০ জুলাই নুরুল হকের সমর্থকেরা দলের জাতীয় কাউন্সিল করেন। তাতে নুরুল হক সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে আরেক পক্ষ রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি দিয়ে কার্যক্রম চালায়।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রেজা কিবরিয়া তাঁর নেতৃত্বাধীন অংশকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনে আবেদন করেন, তবে নির্বাচন কমিশন তা নামঞ্জুর করে।

নাম পরিবর্তন প্রসঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গণঅধিকার পরিষদ’ নামে দলটি ২০২১ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে। নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে ২০২৩ সালের ২০ জুন দলটির দুই অংশের মধ্যে বিভাজন ঘটে।

একই নামের দুই অংশের কারণে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন অংশের নাম পরিবর্তন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আমজনতার দল’-এর মূল লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, ভোটাধিকার নিশ্চিত করা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা। দলের প্রধান তিনটি নীতিমালা হচ্ছে, ‘সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন’। তাদের স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি।’

দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত সভায় তারেক রহমান, ইঞ্জিনিয়ার এস ফাহিম, থোয়াই চিং মং শাক, মুজাম্মেল মিয়াজি, মো. মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক জামায়াতের প্রার্থী

বিএনপির বর্ধিত সভা: কোনো অজুহাতেই নির্বাচনে বিলম্ব নয়

সনাতনীদের ধর্মীয় পরিচয় যেন কেউ হীনস্বার্থে ব্যবহার করতে না পারে: তারেক রহমান

জুলাইয়ের নায়কদের নতুন যাত্রা

রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে বললেন জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উত্থান যেভাবে

বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

নাহিদ হয়ে উঠল গণ-অভ্যুত্থানের প্রধান নেতা, ফেসবুকে আসিফ নজরুল

সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের প্রতিজ্ঞা: নাহিদ ইসলাম