খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা। মিছিলের স্রোত শুরু হয় শুক্রবার সকাল ১০টা থেকে। বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড়। ফলে পুরানা পল্টন টু রামপুরা সড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা কর্মীরা অনেকে মূল সড়কে অবস্থান নিতে না পেরে জড়ো হচ্ছেন অলিগলিতে।
বিএনপির এসব মিছিলে কর্মীদের খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন বহন করতে দেখা গেছে।
সরকারবিরোধী স্লোগানের মধ্যে রয়েছে, ‘দফা এক-দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘চোর, চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’ ইত্যাদি।
এ সময় কাকরাইল মোড়ে পুলিশের একটি দলকে বসে থাকতে দেখা গেছে।