Ajker Patrika
হোম > রাজনীতি

নতুন মন্ত্রী আমার অসম্পূর্ণ কাজগুলো শেষ করবেন এটাই আশা: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন মন্ত্রী আমার অসম্পূর্ণ কাজগুলো শেষ করবেন এটাই আশা: সমাজকল্যাণ মন্ত্রী

টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 

পূর্বের মন্ত্রিসভায় থাকলেও এবারের মন্ত্রিসভায় স্থান পাননি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এই মন্ত্রিসভা তার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা রাখি।’ 

নিজের পরিকল্পনার জানিয়ে নুরুজ্জামান বলেন, ‘আমি তো জাতীয় সংসদের সদস্য আছিই। সংসদ সদস্য হিসেবে আমার যে ভূমিকা, তা যথাযথভাবে পালন করব।’ 

যিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসবেন তার প্রতি কী পরামর্শ থাকবে জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ‘মন্ত্রণালয়কে গতিশীল ও বেগবান করার জন্য আমি যে কাজগুলো অসম্পূর্ণ রেখে এসেছি, তিনি সেগুলো শেষ করবেন এটাই আশা করব।’ 

বাবার হাত ধরে রাজনীতিতে আসেন নুরুজ্জামান আহমেদ। তার বাড়ি লালমনিরহাট-২ আসনের কালীগঞ্জে। উপজেলার তুষভান্ডার আরএমএমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে তিনি মাধ্যমিক এবং ১৯৬৭ ও ১৯৬৯ সালে কারমাইকেল কলেজ থেকে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক বিকম পাস করেন। বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদ ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। 

 ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নুরুজ্জামান প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী এবং পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি পূর্ণ মন্ত্রী হন।

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস