সারা দেশে বিভাগীয় শহরে গণ-অবস্থান কর্মসূচি সফল করতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
বুধবার সকালে দলটির নয়াপল্টনে কার্যালয়ের সামনে দেখা যায়, আগের ঘোষিত এই কর্মসূচি সফল করতে বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল-পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।