Ajker Patrika
হোম > রাজনীতি

জিয়া ছাড়া সব সেক্টর কমান্ডার ঘরে বসে যুদ্ধ করেছেন: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিয়া ছাড়া সব সেক্টর কমান্ডার ঘরে বসে যুদ্ধ করেছেন: মির্জা আব্বাস

জিয়াউর রহমান ছাড়া অন্য কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই। তিনি নিজে যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করেছেন। অন্যান্য সেক্টর কমান্ডাররা ঘরে বসেই যুদ্ধ পরিচালনা করেছেন। কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজেই।’ 

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

মির্জা আব্বাস বলেন, ‘আজকে জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত্রদাহ হয়। কারণ, যেই কাজটা তাঁদের করার কথা ছিল, ওই কাজটা জিয়াউর রহমান করে ফেলেছে। এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ।’ 

তিনি বলেন, ‘যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে। বিএনপি মানুষের মগজে-মননে টিকে আছে, টিকে থাকবে। এই দেশকে সকল রকম বালা-মুসিবত থেকে রক্ষা করবে। বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। কারণ, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন।’ 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।

রাজনীতিতে অতীতমুখিতা ও পরিবারতান্ত্রিক বন্দোবস্তের ধারণা থেকে সরে আসার সময় হয়েছে: এবি পার্টি

‘আমলাতন্ত্র যেন জনগণের ওপর জেঁকে না বসে’

ডুয়েটে ছাত্রদলের কমিটি ঘোষণার এক দিনের মাথায় সভাপতিসহ ১৫ নেতার পদত্যাগ

‘সেকেন্ড রিপাবলিক’ জাতিকে বিভক্ত করার অছিলা: মির্জা আব্বাস

নির্বাচনপ্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন আহমেদ

চ্যালেঞ্জের পথে আছে হোঁচট খাওয়ার শঙ্কা

আমাদের রিপাবলিক কি অসুস্থ, প্রশ্ন সালাহউদ্দিনের

গণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো প্রশাসনে হস্তক্ষেপ করছে: নুর

ঘুষ, গ্রেপ্তার-বাণিজ্য সবই চলছে, অথচ সরকার উন্নতির কথা বলছে: মান্না

বাকি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ করা উচিত: নুর