রাজধানীর মালিবাগে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের পাশের মসজিদে নামাজ শেষে জামায়াতে ইসলামের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা জামায়াত-শিবির কি না, নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপরে আক্রমণ করেন। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও এর সমমনা দলগুলো। রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এই কর্মসূচি পালন করা হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় মিছিল বের করার কথা রয়েছে বিএনপির। মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে আবারও নয়াপল্টনে এসে শেষ হবে।
বিএনপির পাশাপাশি এদিন ঢাকায় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও জামায়াতে ইসলামী গণমিছিলের কর্মসূচি পালন করবে বলে জানা গিয়েছিল।