হোম > রাজনীতি

এবার নির্বাচনে না গেলে বিএনপি আইসিইউতে যাবে: ওবায়দুল কাদের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন খরার কবলে পড়েছে। অচিরেই তারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবে। এবার তারা নির্বাচন না গেলে আইসিইউতে যাবে।’

আজ রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা ঘাটারচর এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বাচনে না এলে জোর করে আনতে যাব না, কিন্তু নির্বাচন হতে দেবেন না, তা হতে দেব না। যেই হাতে আগুন নিয়ে আসবেন, সেই হাত পুড়িয়ে দেব।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘দেশের মাটিতে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান লঙ্ঘন করে নির্বাচনের কোনো সুযোগ নেই।’

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগ সভাপতি শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর