হোম > রাজনীতি

ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে পালালেন, প্রশ্ন শহীদ মুগ্ধর বাবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১: ০০
শহীদ মিনারে ‘মার্চ টু ইউনিটি’ সমাবেশ থেকে জুলাইয়ে হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবি করা হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ইউনিটি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান অভিভাবকেরা। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মুগ্ধর বাবা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে পালালেন?

বক্তারা সমাবেশ থেকে দাবি জানান, সবার আগে গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে।

সমাবেশ শুরু হওয়ার আগে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর মঞ্চ থেকে স্লোগান শুরু হয়। বিকেল চারটার দিকে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ মুগ্ধর বাবা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগস্টের তিন মাস পর কীভাবে পালালেন? এটি বের করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।

শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান বলেন, ‘আমার ছেলে শাহরিয়ার নবম শ্রেণির শিক্ষার্থী আন্দোলনের সময় মিরপুর ১০-এ শহীদ হয়েছে। আমাদের কান্না কখনো থামবে না, এই বেদনা শেষ হওয়ার নয়। খুনি হাসিনা ও তাঁর হেলমেট বাহিনী আমাদের ওপর পাখির মতো গুলি চালিয়েছে। আমরা খুনি হাসিনার ফাঁসি চাই।’ একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসার দাবি জানান।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

৭ জানুয়ারি বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কর্নেল অলি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস আটক, বাড়িতে অভিযান