হোম > রাজনীতি

দেশে সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে: বাম গণতান্ত্রিক জোট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে বলে মন্তব্য করে বাম গণতান্ত্রিক জোটের জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ বলেছেন, ‘যেকোনো মূল্যে চলমান দুঃশাসনের অবসান ঘটাতে হবে।’ 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর আয়োজিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে পল্টন থেকে বিজয়নগর হয়ে বক্স কালভার্ট সড়ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ইকবাল কবীর জাহিদ বলেন, যেকোনো মূল্যে চলমান দুঃশাসনের অবসান ঘটাতে হবে। গণমাধ্যম ও বিচার বিভাগসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রাম জোরদার করতে হবে। দেশের শাসন প্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনষ্ট করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে। 

ইকবাল কবীর আরও বলেন, শাসক গোষ্ঠীর দলগুলো রাজনীতিকে নীতিহীন শক্তির খেলায় পরিণত করেছে। যার সুযোগে সাম্রাজ্যবাদী ও আঞ্চলিক আধিপত্যবাদী শক্তিসমূহ নানা অপতৎপরতা চালাচ্ছে। জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব আজ খেলো বিষয়ে পরিণত হয়েছে। 

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশে স্বৈরশাসন কায়েমের পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। যা আজকের রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যতিরেকে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। 

সমাবেশ থেকে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। 

বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য জলি তালুকদার, ডা. সাজেদুল হক 
রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ঢাকা মহানগরের সমন্বয়ক জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) ’ র কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা রুবেল সিকদার প্রমুখ।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম