হোম > রাজনীতি

রাজধানীতে তিন মাস পর আজ নামছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৮ অক্টোবরের পর আজ শনিবার আবার ঢাকার রাজপথে নামছে বিএনপি। রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে আজ কালো পতাকা মিছিল করবে দলটি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত এই মিছিল করবে বিএনপি।

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ‘অবৈধ’ সংসদ বাতিলের ‘এক দফা’ দাবিতে দুই দিনের এই কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির প্রথম দিনে গতকাল শুক্রবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছে দলটি। বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, নোয়াখালী, পিরোজপুর, টাঙ্গাইল, লালমনিরহাট, বান্দরবান, মেহেরপুর, ময়মনসিংহসহ প্রায় সব জেলায় এই কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা অংশ নেন বলে জানা গেছে। 
শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত কালো পতাকা মিছিল করা হবে। ইতিমধ্যে এই মিছিলের মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ।

বিএনপির সূত্র বলেছে, কর্মসূচিকে কেন্দ্র করে আজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের বড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। কারণ ৭ জানুয়ারি নির্বাচনের পর নেতা-কর্মীদের মনোবল অনেকটাই ভেঙে গেছে। গ্রেপ্তারের আতঙ্কে অনেকে এখনো ঘরছাড়া। তাই মনোবল চাঙা করতে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে সমবেত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরাও নয়াপল্টনের এই কর্মসূচিতে আসবেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন বলেন, দলের থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে দুপুরের মধ্যে নয়াপল্টনে যাবেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার তিন মাস পর আজ আবার রাজপথে ফিরছে বিএনপি। এই সময়ের মধ্যে দলটি হরতাল ও অবরোধ, ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ, মানববন্ধন করলেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা রাজধানীতে এমন মিছিল করেনি।

বিএনপির মতো আজ ‘এক দফা’ দাবিতে কালো পতাকা মিছিল করবে ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি ও এলডিপি। তবে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ এই কর্মসূচি পালন করছে না। জামায়াতে ইসলামীরও আজ কোনো কর্মসূচি নেই। 

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সেকশন