নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই গণ–অভ্যুত্থানের পাঁচ মাস পরে ঘোষণাপত্র প্রণয়নের আদৌ কোনো দরকার আছে কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে, ঘোষণাপত্র যদি তৈরি করতেই হয়, তাহলে জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল না ধরে সে বিষয়েও সতর্ক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়ে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠক শেষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে বৈঠক।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি, গণ–অভ্যুত্থানের পাঁচ মাস পরে ঘোষণাপত্র প্রণয়নের আদৌ কোনো দরকার আছে কি না?’
তিনি বলেন, এটি একটি জাতীয় ঐক্যের বিষয়। সব পক্ষ এবং দলকে নিয়ে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র তৈরি করা যেতে পারে। কিন্তু, খেয়াল করতে হবে, এই ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যাতে জাতীয় ঐক্যে কোনো ফাটল না ধরে।