হোম > রাজনীতি

২০১৪ ও ১৮ সালে ভোট ডাকাতি করেছি: নির্বাচনী বৈঠকে আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভোটকেন্দ্রে ভোট ডাকাতির কথা নির্বাচনী সভায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া। তিনি বলেছেন, ‘আমি একটি কথা বলতে চাই। ২০১৪ সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি। সোজা কথা। আমরা এমনিতে ক্ষমতায় আসিনি। ২০১৮ সালের নির্বাচনেও ভোট ডাকাতি করেছি।’ 

গতকাল রোববার বড়হাতিয়ায় নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই দিন সাতকানিয়া-লোহাগাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। 

২০১৪ ও ২০১৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী জয়ী হন। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান জামায়ত ঘরানার হিসেবে পরিচিত নদভী। ২০১৪ ও ১৮ সালে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আ ন ম শামসুল ইসলাম। 

চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া একসময় নদভীর গ্রুপ করতেন। এখন নদভী ছেড়ে মোতালেবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মোতালেবও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধনের সময় রোনা বড়ুয়া আরও বলেন, ‘এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার বলেন, ‘‘আমাদেরকে বহির্বিশ্বে চাপ দিচ্ছে।” সুতরাং, আমাদের একজনের গায়ে আরেকজন না পড়ে, লাইন ধরে ভোট দিতে হবে। এটি বহির্বিশ্বে দেখাতে হবে।’ 

ভোট ডাকাতির মতো এ রকম স্পর্শকাতর বক্তব্যের বিষয়ে জানতে রোনা বড়ুয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি। বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরুর পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। 

এ বিষয়ে জানতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে রোনা বড়ুয়ার এলাকায় জামায়াত-শিবির ভোট ডাকাতি করেছিল। সেটিকে বুঝিয়েছেন তিনি।’

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন