হোম > রাজনীতি

পদ-পদবির পর এবার পদক বিক্রি করছেন জিএম কাদের: বিদিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে পদক বিক্রির অভিযোগ তুলেছেন বিদিশা সিদ্দিক। তিনি নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দাবি করেন। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে জাপা এবং সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এ অভিযোগ করেন বিদিশা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদিশা বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন পদক বিক্রি করা শুরু করেছেন।’ এ সময় পদকের নামে সংগ্রহ করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার আহ্বান জানান বিদিশা। 

জাপার যুগ্ম মহাসচিব মেজর (অব.) এমএজে ওয়াদুদ দিদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাপার কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া। 

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আজ চারদিকে দুর্ভিক্ষের মতো অবস্থা। গরুর মাংসের দাম ৭০০ টাকা। দেশের অনেক উন্নতি হয়েছে, অনেক লুটপাট হয়েছে, আর না।’ 

বিদিশা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এদেশের মানুষ দুবেলা শান্তিতে খেয়েপরে বাঁচতে চায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আপনার যত দিন ইচ্ছা ক্ষমতায় থাকেন। বাজার কনট্রোল করেন, প্রয়োজনে মন্ত্রীদের রিশাফল করেন।’ 

পুত্র এরিকের প্রসঙ্গ উল্লেখ করে বিদিশা বলেন, ‘এরশাদ মারা যাওয়ার পর এরিকের অবিভাবক জিএম কাদের। কিন্তু গত দুই বছরে তিনি এরিককে একটা কল দিয়েও খোঁজ নেননি। অথচ তার বাবার চেয়ার দখল করে রেখেছেন।’ 

দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘এরশাদ ছিলেন ১৮ কোটি মানুষের স্বপ্নের পুরুষ। বর্তমান বাংলাদেশের চলমান মেগা প্রকল্পগুলোর অধিকাংশই এরশাদের সময় আলোর মুখ দেখেছে।’

সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, চলতে পারে একসঙ্গে: মির্জা ফখরুল

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আন্ডারগ্রাউন্ড রাজনীতি’ চলছে, একাত্তরের মতো ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রদল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

সেকশন