হোম > রাজনীতি

আ.লীগের লোকজন বঙ্গবাজার দখলের চেষ্টা করছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন জড়িত। নিরপেক্ষ তদন্ত করলেই এ সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনাটি বিএনপি ঘটিয়েছে কি না—ক্ষমতাসীনদের এমন সন্দেহের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আমরা চেয়েছি একটা নিরপেক্ষ তদন্ত। প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে, এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। বহুদিন ধরে আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী লোকজন বঙ্গবাজার দখলের চেষ্টা করছিলেন, তারাই এই ঘটনা ঘটিয়েছেন। তদন্ত করলে এটাই বেরিয়ে আসবে।’

গত বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর কলোনি মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, আন্দোলনে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটাচ্ছে কি না, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার।’

ওবায়দুল কাদেরের ওই বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমার মনে হয় ওবায়দুল কাদের সাহেব লোক হাসানোর জন্য এমন বক্তব্য দিয়েছেন।’

এর আগে সকালে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনায় বসেন বিএনপি ও ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির নেতারা। ওই আলোচনার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম